ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে কম দূষিত দেশের শীর্ষে ফিনল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৩ ৪:২৭ পূর্বাহ্ণ । ২৫৭ জন

বিশ্বের সবচেয়ে কম দূষিত দেশের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে ফিনল্যান্ড। এরপরই যথাক্রমে রয়েছে আইসল্যান্ড, এস্তানিয়া, সুইডেন ও নরওয়ে। গত বুধবার ৫ জুলাই ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিক্স এ তথ্য জানিয়েছে।

এদিকে এ তালিকায় নিচের দিক থেকে অর্থাৎ দূষিত দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। আর কম দূষিতের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৫। তবে দূষিত শহরের তালিকায় ঢাকা রয়েছে বিশ্বের ছয় নম্বরে। দীর্ঘ কয়েক বছর দূষিত শহর, বায়ু দূষণের শহর ও বাস অযোগ্য শহরের তালিকায় শীর্ষের দিকে রয়েছে বাংলাদেশ।

কম দূষণের শীর্ষে থাকা ১০ দেশগুলো রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, আইসল্যান্ড, এস্তানিয়া, সুইডেন, নরওয়ে, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক ও লুক্সেমবার্গ।

অন্যদিকে দূষণের শীর্ষ ১০ হলো যথাক্রমে মঙ্গলিয়া, নাইজেরিয়া, আফগানস্তান, বাংলাদেশ, মিশর, চীন, চিলি, ভেনুজুয়েলা,ফিলিপাইন ও ভারত।

এছাড়া দূষিত শহরের তালিকায় শীর্ষ ১০টি শহর হলো যথাক্রমে কাঠমুন্ডু (নেপাল), টেটোভো (উত্তর মেসিডোনিয়া), ফরিদাবাদ (ভারত),উলানবাতার (মঙ্গলিয়া), বইরুত (লেবানন), ঢাকা (বাংলাদেশ), আক্রা (ঘানা), নয়ডা (ভারত), হো চি মিন সিটি (ভিয়েতনাম), ও গাজিয়াবাদ (ভারত)।