বিশ্বের সবচেয়ে বেশি নিরামিষাশীদের দেশ ভারত। দেশটির ২০ থেকে ৩০ শতাংশ মানুষ নিরামিষভোজী। এরপরই যথাক্রমে রয়েছে মেক্সিকো (১৯%), তাইওয়ান (১৩-১৪%), ইসরায়েল (১৩%), অস্ট্রেলিয়া (১২.১), আর্জেন্টিনা (১২%), ফিনল্যান্ড (১২%),সুইডেন (১২%), অস্ট্রিয়া (১১%), ডেনমার্ক (১০%) ও জার্মানি (১০%)।
আজ সোমবার ১০ জুলাই ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিক্স এ তথ্য জানিয়েছে। তালিকায় ৩৭টি দেশের মধ্যে সবচেয়ে সবচেয়ে নিচের তালিকায় রয়েছে রাশিয়া (১%)।
এদিকে ফ্যাক্ট প্রটোকল জানিয়েছে ভারতে সবচেয়ে বেশি নিরামিষভোজী বাস করেন রাজস্থানে। রাজ্যটির ৭৪.৯% শতাংশ মানুষই নিরামিষভোজী! এর পরেই রয়েছে হরিয়ানা (৬৯.২৫%), পাঞ্জাব (৬৬.৭৫%), গুজরাট (৬০.৯৫%), মধ্য প্রদেশ (৫০.৬%), উত্তর প্রদেশ (৪৭.১%), মহারাষ্ট্র (৪০.২%), দিল্লী (৩৯.৫%)।
তবে দেশটির সবচেয়ে কম নিরামিষভোজী বাস করেন পশ্চিমবঙ্গ (১.৪%) ও তেলেঙ্গানা (১.৩%) রাজ্যে।