ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে বিআরটিএ কর্তৃক লাইসেন্সসহ ১২ দফা দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা চালকরা। রোববার (২৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। দল বেঁধে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা চালকরা গণ-অবস্থানে অংশ নিচ্ছেন।
বেলা ১১টার দিকে মোহাম্মদপুর থেকে বিশাল মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যান অটোরিকশার চালকরা। তারা জানান, রিকশা বন্ধ হলে পরিবার নিয়ে চলবেন কীভাবে। অটোরিকশার ঋণ পরিশোধ বিপাকে পড়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রিকশাচালক শ্রমিকদের। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রিকশাচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে গণসঙ্গীত পরিবেশন করছে।
এদিকে, একই দাবিতে সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ীর মোড় অবরোধ রেখেছেন অটোরিকশার চালকরা।
তাদের ১২ দফার মধ্যে অন্য দাবিগুলো হলো: দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের যৌক্তিক রুট পারমিট দেয়া, ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন, সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ।