বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে অস্থিতিশীল হয়ে উঠেছে পুরো দেশ। উদ্ভূত পরিস্থিতিতে ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক। রবিবার (৪ জুলাই) দুপুরে তিনি একথা জানান।
এমদাদুল বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার কোনো নির্দেশনা এখানো আসেনি। মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে।
এদিকে রোববার দুপুর ১টা থেকে মোবাইল অপরেটর কোম্পানিগুলো ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে। একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেটের আইআইজি অপরেটররা ফেসবুক, হোয়াটঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে দিয়েছে।