ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
  • অন্যান্য

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১০, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ । ১৩১ জন

ব্রাজিলের সাও পাওলো শহরে দুটি বাসের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুলাই) লাতিন আমেরিকার দেশটির বৃহত্তম শহরটি থেকে ২০৬ কিলোমিটার দূরে ইপিউনা পৌরসভার ১৯১ নম্বর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুটি বাসের মধ্যে একটি ক্লিনিক্যাল স্টাডির জন্য রোগীদের স্থানীয় একটি মেডিকেল সেন্টারে নিয়ে যাচ্ছিল এবং অন্যটি খালি ছিল।

নিহতদের চারজন রোগী বহনকারী বাসে ছিলেন। অন্যজন হলেন খালি বাসটির চালক।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালাতে মহাসড়কের উভয় দিক বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।