ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪

বয়লার বিস্ফোরণ : ঠাকুরগাঁওয়ে শিশুসহ নিহত ৩

পাবলিক হেলথ ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ । ১৯০ জন

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও সদরের পল্লী বিদ্যুৎ বাজারের পশ্চিমে দাসপাড়া গ্রামে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় ২ শিশু ও ১ নারী নিহত হয়েছেন।

নিহতেরা হলেন দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)।

জানা গেছে, পল্লীবিদ্যুৎ নামক এলাকায় একটি হাসকিং মিলের ধান সিদ্ধ করার সময় অতিরিক্ত তাপের ফলে বয়লার বিস্ফোরণ ঘটে। সেখানে দীপ্তি দাস, পলক ও পূজা বসে ছিলেন। ঘটনাস্থলেই তারা নিহত হন।