ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  • অন্যান্য

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধন করা হবে : বাণিজ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ । ২২৬ জন

বর্তমানে প্রচলিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি সংশোধন ও সময়োপযোগি করার উদ্যোগ নেয়া হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কে বিচারিক ক্ষমতা প্রদান করা গেলে ভালো হয়। সিন্ডিকেট, অবৈধ মজুদদার, কালোবাজারীদের নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। সিন্ডিকেট সব সময় সুযোগ খোঁজে বাজারে কারসাজি করে মূল্যবৃদ্ধির জন্য, আমরাও সদা সক্রিয় এই সব অবৈধ কারবারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে। ডিম, ব্রয়লার মুরগী ও পেয়াঁজের মতো পণ্য মূল্যবৃদ্ধির কারসজির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

আজ (১১আগস্ট ২০২৩, শুক্রবার) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ভোজ্যতেল,চিনি ও গমের মতো অনেক পণ্য ৯০ ভাগই আমদানী নির্ভর। যা মাত্র কয়েকটি কোম্পানী দ্বারা নিয়ন্ত্রিত। এ পণ্যগুলো নিয়ে যাতে কোন বাজার কারসাজি না ঘটে তার জন্য আমরা সর্বদা সজাগ থাকি। তবে কোন কোম্পানীর কার্যক্রম বন্ধ করে দেয়াও সমাধান নয়। তাতে সাপ্লাই ও ডিমান্ডে ব্যহত হয়ে ভোক্তাদের দুর্ভোগ আরো বাড়বে। তবে ব্যবসায়ীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের জাগরণাই ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ সহায়ক।

অনুষ্ঠানটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসানআহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এমসফিকুজ্জামান।

সভাপতির বক্তব্যে জনাব হাসানআহমেদ চৌধুরী কিরণ বলেন, ভোজ্যতেল, চিনি, ডিম, ব্রয়লার মুরগীসহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্য ৫/৬টি কর্পোরেট কোম্পানীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এছাড়াও মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেটের মাধ্যমে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছে। মূল্যবৃদ্ধির কারসাজির সাথে যে সকল বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা কর্পোরেট কোম্পানীগুলি জড়িত সেগুলিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।