ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  • অন্যান্য

কোটা সংস্কার আন্দোলন

ময়মনসিংহে সড়ক অবরোধ করে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ । ৯০ জন

দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১ টায় নগরীর টাউনহল মোড়ে জড়ো হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সেখানে আধাঘণ্টার মধ্যেই প্রায় দুই হাজার শিক্ষার্থী অবস্থান নেন।

এসময় কোটাবিরোধী ও প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ বন্ধ হয়ে যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, হামলা মামলা করে সাধারণ শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা।