ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ । ১১২ জন

হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলার সদর উপজেলার বাঘের বাজারে পলমল গ্রুপের মণ্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মণ্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন সময় হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। রবিবার সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে বাঘের বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।