ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
  • অন্যান্য

মাছবাহী ট্রাক উল্টে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ । ১০১ জন

কুমিল্লার চান্দিনায় মাছবাহী ট্রাক উল্টে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। আজ ১২ মার্চ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ইলেটগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মনজুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী মাছবাহী ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপর থাকা চার শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিনজন। তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ভোলা মনপুরার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন এবং সাতক্ষীরা সদর থানার রফিকুল ইসলাম। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।