ঢাকাবৃহস্পতিবার , ২৩ মে ২০২৪

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ । ১৭২ জন

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী বাসস্ট্যা-র কাছে বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগালে শিক্ষার্থী নিহতের ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় বাইক চালক মোহাম্মদ তুহিন (১৭) ও সহপাঠী আরোহী মাহবুব আলম নয়নকে (১৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা দুজনই স্থানীয় দুটি বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

নিহত নয়নের নানা মো. শাহ আলম ফকির বলেন, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে খুব জোরে ধাক্কা লাগালে মাথায় আঘাত পান তারা। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।