সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে প্রায় সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ (শনিবার) দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ৪০ মিনিট বন্ধ থাকার পর পল্লবী স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত কিছুটা পথে ট্রেন চলাচল শুরু হয়। পরে ২টা ৫০ মিনিট থেকে উত্তরা থেকে মতিঝিল অংশেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি বলেন, ‘ওই সিগন্যাল সিস্টেমে পাওয়ার সাপ্লাই হয় দুটি ট্রান্সফর্মার থেকে। এর মধ্যে একটিতে সমস্যা হয়েছিল।’
এর আগে, সকালেও একবার সমস্যার কারণে কিছু সময়ের জন্য বন্ধ ছিল মেট্রোরেলের ট্রেন চলাচল।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কারণে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। যাত্রীতে পরিপূর্ণ ছিল ট্রেনগুলো।
কর্তৃপক্ষ আরও জানায়, অতিরিক্ত যাত্রীর চাপে সকালে ট্রেনের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে ১০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরপর সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে দুপুর দেড়টার দিকে ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেকের মতো বন্ধ থাকার পর আড়াইটার দিকে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত অংশে ট্রেন চলাচল শুরু হয়। পরে ২টা ৫০ মিনিট থেকে উত্তরা থেকে মতিঝিল অংশেও চলাচল স্বাভাবিক হয়।