ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য

মেহেরপুরে ট্রাকচাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ । ২ জন

মেহেরপুরের গাংনীতে ট্রাকচাপায় ‌শিপন আলী (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একইসাথে আহত হয়েছেন চালকের খালাতো ভাই খোকন (২৩)। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন আলী উপজেলার চিৎলা গ্রামের উত্তরপাড়ার হাফিজুল ইসলামের ছেলে। গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কামরুল ইসলাম জানান, শিপন ও খোকন নামের দু’জন ব্যক্তি মোটরসাইকেলযোগে বামন্দির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর নামক স্থানে পৌঁছালে মেহেরপুরের দিক থেকে আসা সবজিবোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়লে মুহূর্তের মধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন শিপন। এ সময় আহত হন তার খালাতো ভাই খোকন। তখন মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা খোকনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।

এ বিষয়ে গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।