ঢাকাশনিবার , ২৭ জুলাই ২০২৪

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ । ৭৬ জন

মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত গরু বহনের একটি যানের ধাক্কায় বুড়ি খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

বুড়ি খাতুন গাংনী উপজেলা কাষ্টদহ গ্রামের মোতলেব হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বুড়ি খাতুন মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বামন্দী থেকে গাংনীগামী একটি গরু বহনের অবৈধ যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ওই যানটি আটক করে। তবে পালিয়ে যান এর চালক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়ি খাতুন দীর্ঘদিন থেকেই মানসিক প্রতিবন্ধী। বিভিন্ন সময়ে রাস্তাঘাটে তাকে ঘুরে বেড়াতে দেখা যেত।