ঢাকাসোমবার , ১ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১, ২০২৪ ২:০২ অপরাহ্ণ । ১১৯ জন

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে আজ সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় হাসান আলী (২৫) নামের এক যুবক ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। আজ (১ এপ্রিল ২০২৪) সকাল ৯ টার দিকে সদর উপজেলার চাঁদবিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী চাঁদবিল গ্রামের লিটন হোসেনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঘটনার সময় চাঁদবিল গ্রামের হাসান আলী গরুর জন্য ঘাস কাটতে এবং অজ্ঞাত ব্যক্তিটি বাই সাইকেল যোগে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মুত্যু হয়।হাসানের পরিচয় সনাক্ত হওয়ায় তাকে নিজ বাড়িতে এবং অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান,হাসানের পরিচয় সনাক্ত হওয়ায় তার লাশ নিজ বাড়িতে এবং অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত মরদেহটি সনাক্ত করার জন্য বিভিন্ন স্থানে খবর দেওয়া হয়েছে। ট্রাকের চালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।