প্রকাশ ধর পত্রিকা বিক্রি শেষে সন্ধ্যায় গ্রাহকদের কাছ থেকে টাকা তুলছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি বাঁ পা ও মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানান্তর করা হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালে। তবে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাঁকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। আজ ১৪ জুলাই রোববার ভোর পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রকাশ ধরের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধরপাড়ায়। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা পৌনে সাতটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের সোসাইটি মসজিদ এলাকায় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, প্রকাশ ধর পত্রিকা বিক্রি শেষে সন্ধ্যায় গ্রাহকদের কাছ থেকে টাকা তুলছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি বাঁ পা ও মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানান্তর করা হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালে। তবে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাঁকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
প্রকাশ ধরের মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক; চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।
চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি মনির উদ্দিন বলেন, প্রকাশ ধর চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সহসভাপতি ছিলেন। ১৯৯৫ সালে চকোরী পত্রিকার সার্কুলেশন বিভাগে চাকরি শুরু করেন। কয়েক বছর পর সেই চাকরি ছেড়ে দিয়ে পত্রিকা বিক্রিকে পেশা হিসেবে নেন প্রকাশ ধর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।