চলতি মৌসুমে যশোর সদর উপজেলায় ২ হাজার ৪৮০ কৃষক বিনামূল্যে পাবেন আমন বীজ ও রাসায়নিক সার।প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগুলো বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রণোদনার আওতায় একজন কৃষক পাবেন ৫ কেজি রোপা আমন ধানের বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান আলী বলেন, আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র , প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের তালিকা করা ক্ষুদ্র , প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষকদের আমন চাষে উৎসাহিত করতে এ প্রণোদনা দেয়া হচ্ছে।বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় সদর উপজেলায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি জানান।