যাত্রী সংখ্যা অনুযায়ী রুটের গুরুত্ব নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মহ. শের আলী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৮তম সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকার রাজপথে শৃঙ্খলা ফেরাতে নতুন পরিকল্পনা নিয়ে এগুতে চায় বাস রুট রেশনালাইজেশন কমিটি। পূর্ব নির্ধারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ কোনো পরিবহনকে সুবিধা দেয়া হবে না৷ বাস রুট রেশনালাইজেশনের আওতায় চলাচল করা নগর পরিবহনের বাস বন্ধ হবার বিষয়ে প্রশ্ন করা হলেও উত্তর দেননি তিনি।
শের আলী বলেন, সুশৃঙ্খলভাবে যেন যাত্রী পরিবহন করতে পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে। অল্প জায়গায় কী করে নির্বিঘ্নভাবে বাস চলাচল করতে পারে তা নিয়ে পরিকল্পনা করা হয়েছে। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগের কমিটির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আর যাত্রী সংখ্যা অনুযায়ী রুটের গুরুত্ব নির্ধারণ করা হবে
এ সভায় বিআরটিএ প্রতিনিধি দল, গণপরিবহন মালিক ও প্রতিনিধি দলসহ ট্রাফিক পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।