ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থী গুলিবিদ্ধ

পাবলিকহেলথ ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ । ১৫৯ জন

যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভুত তিন কলেজ শিক্ষার্থী। এক পিস্তলধারী তাদের গুলি করে পালিয়ে যায়। স্থানীয় সময় ২৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কাছের একটি রাস্তায় তারা গুলিবিদ্ধ হন।  ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে উত্তর-পূর্বাঞ্চলীয় ভারমন্ট অঙ্গরাজ্যে ইউনিভার্সিটি অব ভারমন্টের কাছে বারলিংটনে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক, তৃতীয়জন দেশটির বৈধ বাসিন্দা। তাদের সবার বয়স ২০ বছর।  তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ।  জানা গেছে, তাদের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অপর একজনের আঘাত অনেক বেশি গুরুতর।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি জাতিগত ঘৃণাজনিত অপরাধ বলে তদন্তকারীদের সন্দেহ। রোববার পুলিশ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দারা সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে। তাদের অভিযান অব্যাহত আছে।

কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আরবিতে কথা বলতে বলতে যাচ্ছিলেন, তখনই হামলার ঘটনাটি ঘটে।  তারা আরবের ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়াহ পরিহিত ছিল। ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে প্রাণঘাতী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ইসলামবিরোধী ও সেমেটিকবিরোধী হামলার ঘটনা বাড়ছে।

আহতরা হলেন, রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিশাম আওয়ারতানি, পেনসিলভেইনিয়ার হ্যাভারফোর্ড কলেজের শিক্ষার্থী কিনান আব্দুল হামিদ এবং কনেটিকাটের ট্রিনিটি কলেজের তাহসিন আহমেদ। তারা তিনজনই ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা ফেন্ড্রস স্কুলের গ্রাজুয়েট বলে তাদের পরিবারগুলো জানিয়েছে। ছুটিতে তাহসিনের সঙ্গে তাদের বার্লিংটনের বাড়িতে বেড়াতে এসেছিলেন হামিদ ও হিশাম।

(সংবাদ ও ছবির সূত্র : ইন্টারনেট)