ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এতে ৩টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয় এবং ২ হাজার ৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। এই অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ অংশ নেয়। পলিথিন বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০০২ সালে দেশে পলিথিনের উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।