ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩

রংপুরে ‘চরাঞ্চলের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ । ২৬৩ জন

দেশের চরাঞ্চলে উৎপাদিত ফসলের বাজারজাতকরণসহ স্বাস্থ্য, কৃষি, শিক্ষা খাতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। একই সাথে চরাঞ্চল অধিক খাদ্য উৎপাদনের এক বিপুল সম্ভাবনার জায়গাও। মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে দেশে বিভিন্ন খাত ভিত্তিক যে সব অসাধারণ উদ্ভাবনী রয়েছে সেগুলোকে চরাঞ্চলে ছড়িয়ে দেওয়া হলে চরের মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে আরও সহায়ক পরিবেশ তৈরি হবে। তবে চরের মানুষের সার্বিক উন্নয়নে একটি চর উন্নয়ন নীতিমালাসহ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার প্রয়োজন রয়েছে। এটি করা হলে চরের মানুষের টেকসই উন্নয়ন আরও দৃশ্যমান হবে।

আজ ৯ অক্টোবর ২০২৩, সোমবার রংপুরের তারাগঞ্জে পল্লী উন্নয়ন একাডেমির সভাকক্ষে ন্যাশনাল চর অ্যালায়েন্সের পক্ষে উন্নয়ন সমন্বয় এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের সহায়তায় পল্লী উন্নয়ন একাডেমি (বগুড়া) ও সুইস কন্ট্যাক্ট কর্তৃক বাস্তবায়িত এমফোরসি প্রকল্পের আওতায় আয়োজিত ‘চরাঞ্চলের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীরা এসব মতামত প্রদান করেন।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. খুরশীদ ইকবাল রেজভী। উন্নয়ন সমন্বয়ের পরিচালক (গবেষণা) আব্দুল্লাহ নাদভীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রুহল আমীন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রংপুর) মো. মাহবুবর রহমান, রংপুর জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. এনামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ফারুক, বিনার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদ আলী, গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ আলী, আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকাররম হোসেন সুজন, সাংবাদিক লিয়াকত আলী বাদল, সাংবাদিক মেরিনা জাহান লাভলীসহ অন্যান্যরা। এ ছাড়া চরাঞ্চলে কর্মরত ইএসডিও, পিসিএল, এমজেএসকেএসম গ্রাসুরুটসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পল্লী উন্নয়ন একাডেমির প্রজেক্ট ডিরেক্টর (এমফোরসি) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সুইস কন্ট্যাক্ট কর্তৃক বাস্তবায়িত এমফোরসি প্রকল্পের টিম লিডার আব্দুল আওয়াল।