ঢাকাবৃহস্পতিবার , ৩০ মে ২০২৪
  • অন্যান্য

রপ্তানির জন্য আমদানিকে বহুমুখী করতে হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ । ১৫৫ জন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় রফতানি পণ্য বহুমুখী করতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য রফতানির সঙ্গে আমদানিকে বহুমুখী করতে হবে। ব্যবসার সুবিধায় জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ করেছে সরকার। বি টু বি যোগাযোগের মাধ্যমে একাধিক দেশের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে কাজ হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী।

বুধবার (২৯ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মাতারবাড়ী সমুদ্রবন্দর, পায়রা বন্দর, দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে উঁচু করেছে। বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণে আসিয়ান দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে। আগামী বিশ্বের কূটনীতি বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে হতে যাচ্ছে।’

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা বলেন, ‘ফিনল্যান্ড-বাংলাদেশের দীর্ঘসময় ধরে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে একধাপ এগিয়ে যাচ্ছে। আগামী অক্টোবরে বিনিয়োগে আগ্রহী এমন ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল বাংলাদেশে আসবে। তারা বাংলাদেশের সমজাতীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদার হয়েও ব্যবসায় আগ্রহ আছে, সে লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।’

এ সময় ফিনল্যান্ডের কাউন্সিলর সানা ওরাভা, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।