রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই রাস্তায় গণপরিবহন কম। হাতে গোনা কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও ব্যাটারিচালিত রিকশা রয়েছে প্রচুর। সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্যান্য সময় রাজধানীতে তীব্র যানজট দেখা গেলেও আজ চিত্র পুরো ভিন্ন। আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে চাপা উৎকণ্ঠা রয়েছে মানুষের মাঝে। ঘর থেকে যারা বেরিয়েছেন, তারা গণপরিবহন না পাওয়ায় বিপাকে পড়েছেন। গণপরিবহনের অপেক্ষায় কর্মজীবীরা বিভিন্ন স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গণপরিবহন না পেয়ে অনেকে রিকশায়, আবার অনেকে হেঁটে গন্তব্যে রওনা করেন। অল্পসংখ্যক যেসব বাস চলতে দেখা যায়, তাতে যাত্রীর চাপ অনেক বেশি।
রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
আবার কোথাও কোথাও যাত্রীদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে পরিবহন শ্রমিকদের। রাস্তায় মানুষ কম থাকায় রাইড শেয়ারিংয়ের অনেক চালককে যাত্রীর জন্যও দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।
অন্যদিকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। ফলে কোনো ধরনের যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না এবং ঢাকায় ঢুকতেও পারছে না।