ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪
  • অন্যান্য

রাজধানীতে গণপরিবহন কম, ভোগান্তিতে কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ । ৫৯ জন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে আজ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন কম চলাচল করতে দেখা গেছে। অন্যান্য দিন এই সময়ে রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়। তবে আজকে চিত্র পুরো ভিন্ন। রাস্তায় যানবাহন একেবারেই কম। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

আজ ১৮ জুলাই সকাল পৌনে ১০টায় শ্যাওড়াপাড়া এলাকায় অন্যান্য দিনের তুলনায় মিরপুরের বাস ও মানুষের উপস্থিতি কম দেখা গেছে। বাসগুলোতে যাত্রীর চাপ তেমন একটা দেখা যায়নি। অল্পসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে রাজধানীর মতিঝিলে গণপরিবহনের সংখ্যা কম ছিল। বিশেষ করে বাস চলাচল লক্ষ্য করা যায়নি। মেট্রোরেল চালু থাকলেও সেখানে যাত্রীর উপস্থিতি তুলনামুলক কম।

একইরকম পরিস্থিতি দেখা গেছে মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগসমহ বিভিন্ন এলাকায়।