ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর আকাশ অন্ধকার করে নেমে এলো স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ । ৪৪ জন

কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে নাকাল জনজীবন। অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে।

কালে সূর্যের দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হতে থাক। সকাল ১০টার পর দমকা বাতাসও শুরু হয়। বেলা সাড়ে ১১টার পডর কিছুটা অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়। এতে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের উপকূলে বৃষ্টি হতে পারে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। আগামী দুদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা আরও কমে আসবে।

এদিকে, ঢাকাসহ দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- পাবনা, ফরিদপুর, ঢাকা, বরিশাল, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।