ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামে অবৈধ সেভেন স্টার ব্রিক ফিল্ড ধ্বংস করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
তখন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধন২০১৯)-এর ধারা ৪ ও ৫ লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও রাহুল চন্দ জানান, অবৈধ সেভেন স্টার ব্রিক ফিল্ডের লাইসেন্সসহ অন্য কোনো অনুমোদন না থাকায় ইটভাটা বন্ধ করে ভাটার চুল্লি ভেঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, এপিবিএন ও পুলিশ অংশ নেয়।