ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

রুট পরিবর্তন করে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৩, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ । ১৩৫ জন

গাজীপুরে দুর্ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এই রুটে চলা ট্রেনের আপাতত রুট পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। সে কারণে এ দুর্ঘটনা ঘটেছে।