ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪
  • অন্যান্য

রুশ সামরিক বিমান বিধ্বস্ত ২ পাইলট নিহত

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ । ১৭৫ জন

মস্কো, ককেশাস অঞ্চল নর্থ ওসেটিয়ায় প্রশিক্ষণকালে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের দুই আরোহী নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে কখন দুর্ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। আপাতভাবে কারিগরি ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সাবেক সোভিয়েত অঞ্চল জর্জিয়ার সীমান্তবর্তী নর্থ ওসেটিয়া ইউক্রেনের ফ্রন্ট লাইন থেকে ৮শ’ কিলোমিটার দূরে অবস্থিত।