ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
  • অন্যান্য

রূপালী ব্যাংকে ‘অফশোর ব্যাংকিং’ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ । ১০০ জন

রূপালী ব্যাংক পিএলসির প্রশিক্ষণ একাডেমির (আরবিটিএ) উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত (১২মার্চ ) মঙ্গলবার মতিঝিলস্থ রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দ্যা সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অব বিজনেস শেখ মোহাম্মদ মারুফ।

সেমিনারে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীরসহ সকল মহাব্যবস্থাপক ও এডি শাখার প্রধানগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ একাডেমির মহাব্যবস্থাপক ও প্রিন্সিপাল মোহাম্মদ সাফায়েত হোসেন। আলোচনায় অফশোর ব্যাংকিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং রূপালী ব্যাংকে অফশোর ব্যাংকিং ইউনিট চালুর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।