ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০২৪
  • অন্যান্য

রেললাইনে অজ্ঞাত যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ । ১২৮ জন

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার বলুহর গ্রামের রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে বলুহর গ্রামের রেললাইনে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘ভোরে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।’