ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

ইংরেজি বর্ষবরণ

শব্দদূষণের ৯৭১ অভিযোগ, ফানুসে দগ্ধ তিন, বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু

পাবলিক হেলথ ডেস্ক
জানুয়ারি ১, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ । ১৮৭ জন

ইংরেজি বর্ষবরণে উচ্চস্বরে গান-বাজনা, আতশবাজি-পটকা ফোটানোসহ শব্দদূষণ সংক্রান্ত সারাদেশে ৯৭১টি ফোন পেয়েছে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’। শুধু ঢাকা মহানগরেই ২৩৭টি অভিযোগের ফোন এসেছে। আজ সোমবার ১ জানুয়ারি ’২৪ এমন তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

জাতীয় জরুরি সেবা থেকে জানানো হয়, রোববার রাত ১২টা পর্যন্ত এ সংক্রান্ত কল এসেছে ৫২৬টি, যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১০৭ জন। এছাড়া রাত ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি কল এসেছে, যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১৩০ জন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে বলেও জানানো হয়।

কামরাঙ্গীচরে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ ৩

রাজধানীর কামরাঙ্গীচরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পাশের বাড়ির ছাদে গিয়ে ফানুস উড়ানোর সময় গায়ে আগুন লেগে দুই চাচা-ভাতিজাসহ তিনজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল রবিবার (৩১ ডিসেম্বর ’২৩) রাতে কামরাঙ্গীরচর মুজিবর ঘাট সোহেল সাহেবের বাড়ির পঞ্চম তলার ছাদে এ ঘটনা ঘটে। দগ্ধদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীচর মজিবর ঘাট এলাকায় থাকতো তারা। দগ্ধরা হচ্ছেন মো. স্বপন বেপারীর ছেলে মো. সিয়াম (১৪) এবং তার দুই চাচা মো. রাকিব হোসেন (১৭) ও মো. রায়হান (১৭)। তারা দুজনই দানেশ বেপারীর ছেলে। এদের মধ্যে সিয়ামের শরীরের ৮৮ শতাংশ, রাকিবের ৬ শতাংশ ও রায়হানের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

থার্টি ফার্স্টের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিরাজ (১৭) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে। জানা গেছে, বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটের আনন্দ আয়োজন করতে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রবিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হন মিরাজ।পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন।