ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
  • অন্যান্য

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ । ১১৫ জন

শরীয়তপুর সদর উপজেলার আমিন বাজার এলাকায় নির্মাণ শ্রমিকদের নসিমনের উপর চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক লোকমান শেখ নিহত এবং ৬ শ্রমিক আহত হয়েছে। নিহত লোকমান শেখ (৩৮) শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত আব্দুল মন্নান শেখের ছেলে।

আজ (১২ মার্চ) মঙ্গলবার সকাল ৬টার দিকে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার এলকার মোল্লা বাড়ির সামনে শরীয়তপুর -চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অপেক্ষারত ছিল। হঠাৎ চাঁদপুর গামী দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান এসে সজোরে ধাক্কা দিলে নসিমনটি দুমড়ে মুচড়ে গিয়ে ৭ শ্রমিক আহত হয়। আহতদেরকে দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লোকমান শেখ (৩৮) কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাদল সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নির্মাণ শ্রমিক দলটির সরদার মোঃ কালু বয়াতি ও পালং মডেল থানার উপ-পরিদর্শক কাজী আঃ রহিম জানান, ইমারতের ঢালাই কাজে যাওয়ার উদ্দেশ্যে

পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানিয়েছেন, সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার মোল্লা বাড়ির সামনে নির্মাণ শ্রমিকদের অপেক্ষমান নসিমনের উপর চলন্ত কাভার্ডভ্যান ধাক্কা দিলে ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। আহতদেরকে পুলিশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ ও ১ জনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।