রান্নাঘর থেকে বাড়ির বিছানায় পর্যন্ত শুঁয়োপোকার উপদ্রব। এমনকি শিশুদের খাবারেও শুঁয়োপোকা ভরে যাচ্ছে। এই অবস্থায় বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। প্রায় সপ্তাহখানেক ধরে চলছে শুঁয়োপোকার তাণ্ডব। কোনো সমাধান না পাওয়ায় প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা।
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার একটি গ্রামে ঘটেছে এই ঘটনা।
রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান-সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধি। চাষিদের সঙ্গে বসে সমস্যার সমাধানের আশ্বাস দেন তারা। এরপরেই অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
বাসিন্দাদের অভিযোগ, মূলত পাটের পাতা থেকেই এই শুঁয়োপোকা মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গিয়েছে। পাট চাষিদের বারবার বলা হলেও পাট গাছে কীটনাশক ব্যবহার করছে না তারা। আগামী দু’দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা পরমা শীল বলেন, মেয়ের খাবার ঢেকে রাখা ছিল। সেই খাবার খেয়ে পেটের সংক্রমণে তিন দিন ধরে অসুস্থ মেয়ে। ভবিষ্যতে কেউ ছাড় পাবে না।
স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ বলেন, শুঁয়োপোকা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। চাষিদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।