ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

শেরপুরে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৪ ১:০২ অপরাহ্ণ । ৭ জন

শেরপুরে রিফাত পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় জোড়া পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে তাদের সহায়তা করছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।’