ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
  • অন্যান্য

শ্রীমঙ্গলে ট্রাকচাপায় খালা-ভাগনির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ । ৬৪ জন

মৌলভীবাজারে পেয়ারা খাতুন তার সঙ্গে থাকা সাবিয়া বেগমকে নিয়ে রাস্তা পারাপারের সময় দুটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সোমবার (১ জুলাই) শ্রীমঙ্গলে ভুনবীর ইউনিয়নের আলীশারকুল এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

সাবিয়া শ্রীমঙ্গল ব্রাক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং দুদু মিয়ার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানান, পেয়ারা খাতুন তার সঙ্গে থাকা সাবিয়া বেগমকে নিয়ে রাস্তা পারাপারের সময় দুটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, নিহত খালা ও ভাগনির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ঘাতক চালককে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি।