ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  • অন্যান্য

৫টি ইলেকট্রোলাইট পানীয় নিষিদ্ধ করার প্রেক্ষিতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’র বিবৃতি

সকল ক্ষতিকর পানীয় নিষিদ্ধ করার দাবি

নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৪ ৮:৩৬ পূর্বাহ্ণ । ২৩৩ জন

সম্প্রতি পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) দেশব্যাপী বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে লক্ষ্য করেছে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালত অনুমোদনবিহীন পাঁচটি ইলেকট্রোলইট পানীয় নামে বিক্রি করা নিষিদ্ধ করেছে। মানবদেহের জন্য ক্ষতিকর এসব পানীয়গুলো হচ্ছে: একমি ও এসএমসি কোম্পানির এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুভানা বেভারেজ লিমিটেডের ব্রুভানা, দেশবন্ধু ও আগামী কোম্পানির রিচার্জ এবং আকিজের টারবো। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই বাজারে বিক্রি করে আসছিল। ইতোমধ্যে এসএমসি প্লাস নামক পানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য আদালতে দোষ স্বীকার করেছেন এবং অনুমোদনের বিষয়টি জানা নেই উল্লেখ করেছেন। নিরাপদ খাদ্য আদালত তাদের ১৬ লাখ টাকা জরিমানা করেছেন এবং বাজার হতে সব ইলেকট্রোলাইট পানীয় প্রত্যাহারের আদেশ দিয়েছেন।

অসত্য তথ্য দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা ও অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে গত ১৪ মে এ মামলা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান ।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) বিশুদ্ধ খাদ্য আদালত কর্তৃক পাঁচটি ইলেকট্রোলাইট পানীয় নিষিদ্ধ ও বাজার হতে প্রত্যাহারের জন্য কোম্পানিগুলো নির্দেশ প্রদান করার যুগান্তকারী পদক্ষেপকে দেশের জনস্বাস্থ্যের জন্য মঙ্গলজনক হিসাবে দেখছে। পবা মনে করে, অনুমোদনবিহীন এসব পানীয় কিভাবে বাজারে বিক্রি হয়েছে তা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি প্রদান করা দরকার। তাহলে ভবিষ্যতে এ ধরণের ক্ষতিকর ও অনুমোদনবিহীন কোন পানীয় আর কেউ বাজারে বিক্রি করবে না।

পবা আরো লক্ষ্য করেছে যে, মহামান্য হাইকোর্ট এসব ক্ষতিকর পানীয় বাজারজাতকারী কোম্পানির মালিককে আদালতে তলব করেছেন। আগামী ৫, ৬ ও ৯ জুন এসব কোম্পানির মালিক আদালতে উপস্থিত হয়ে এসব পণ্য ঔষুধ নাকি এনার্জি ড্রিংক্স – এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করবেন। পবা মহামান্য হাইকোর্টের এ সিদ্ধান্তকেও অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছে।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) মনে করে, বিশুদ্ধ খাদ্য আদালত কর্তৃক নিষিদ্ধ ৫টি পানীয় ছাড়াও বাজারে এনার্জি পানীয় হিসাবে যেগুলো বিক্রি হচ্ছে সেসব পরীক্ষা করা প্রয়োজন। এসব পানীয় যদি মানবদেহের জন্য ক্ষতিকর হয়, বিশেষত যদি ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া যায় তবে সেগুলো নিষিদ্ধ করা প্রয়োজন।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কার্যকরী সভাপতি ডা. লেলিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন আজ এক বিবৃতিতে আরো উল্লেখ করেন, যেসব পানীয় প্লাস্টিকের বোতলে ও প্লাস্টিক মোড়কে বিক্রি হয় সেগুলোর উপর উচ্চহারে কর আরোপ করা প্রয়োজন। এছাড়া, পৃথকভাবে এসব পণ্যের উপর পরিবেশ কর ও স্বাস্থ্য উন্নয়ন কর আরোপ করাও প্রয়োজন। একইসঙ্গে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মোড়কে পানীয় মোড়কজাত নিষিদ্ধ করতে হবে।

পবা নিয়মিতভাবে সারাদেশে বাজারে বিক্রিয় হওয়া সকল খাদ্য দ্রব্যের মান, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ যাচাইসহ বাজার মনিটরিংয়ের জন্য সংশ্লিষ্টদের আরো সক্রিয় হওয়ার আহবান জানায়। পবা মনে করে, দেশে শিশুদের মধ্যে অসুস্থ্যতা বৃদ্ধির অন্যতম কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তাই সর্বত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।