ঢাকাবুধবার , ৭ আগস্ট ২০২৪
  • অন্যান্য

সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ । ১০৮ জন

বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। গতকাল (৬ আগস্ট) মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব‌্যাং‌কের পক্ষ থে‌কে এ তথ‌্য জানিয়েছেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান।

ডেপুটি গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য পেতে সাংবাদিকরা এখন স্বাভাবিকভাবে আসতে পারবেন। আগে প্রবেশে কিছুটা বিধি-নিষেধ থাকলেও এখন থেকে আর প্রবেশে সমস্যা নেই। দেশের অর্থনীতি ক্ষতি হয় এমন সংবাদ না করার অনুরোধ করে ডেপুটি গভর্নর বলেন, যেটা দেশের জন্য উপকার, সেই নিউজ আপনারা অবশ্যই করবেন।

নতুন সরকারের জন্য অপেক্ষা আছি জানিয়ে ছাইদুর বলেন, বেশকিছু সীমাবদ্ধতা করার কারণে আমরা বিভিন্ন অনিয়মের তথ্য প্রকাশ করতে পারিনি। তবে, এখন থেকে আমরা সবই তুলে ধরব।