ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৮, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ । ২ জন

সাতক্ষীরা-যশোর মহাসড়কে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলায় ছয়ঘরিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার মনজিতপুর গ্রামের বাসিন্দা জয় এবং সদরের মাছখোলা গ্রামের সিহাবুজ্জামান সিহাব।

সাতক্ষীরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলে করে দুই বন্ধু সাতক্ষীরায় যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক কলারোয়ায় পৌঁছালে তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন।

এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।