ঢাকাবৃহস্পতিবার , ২৩ মে ২০২৪

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ । ১০৩ জন

সাতক্ষীরা, জেলার শ্যামনগর উপজেলায় আজ মোটরসাইকেলের সাথে ডাম্পার ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আব্দুল করিম নামের এক ব্যক্তি নিহত হন ।

আজ (২৩ মে) বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার গোডাউন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্য ব্যক্তির বাড়ি শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম জানান, আজ সকাল ৯ টার দিকে আব্দুল করিম মোটরসাইকেল যোগে শ্যামনগর সদরে আসছিল। গোডাউন মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সাথে ডাম্পার ট্রাকের ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল করিম। লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।