ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪
  • অন্যান্য

সারা দেশে আজ কমপ্লিট শাটডাউন, খোলা থাকবে হাসপাতাল ও জরুরি সেবা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ । ৫০ জন

সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াটের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালন করবেন তারা। তবে জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।