ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪
  • অন্যান্য

সিগারেটের প্রতি শলাকায় ১০ টাকা সুনির্দিষ্ট করারোপ চায় সিপিডি

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৭, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ । ২১২ জন

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ২০২৪-২৫ অর্থবছর উপলক্ষে প্রতিটি সিগারেটের ওপর ১০ টাকা সুনির্দিষ্ট করারোপের দাবি জানিয়েছে। গতকাল ১৬ মার্চ ২০২৪ শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি’র কার্যালয়ে ‘২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সিপিডির সুপারিশ’ শীর্ষক মিডিয়া ব্রিফিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ দাবি জানান। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় একই দাবি জানায় সংস্থাটি।

ফাহমিদা খাতুন বলেন, সিগারেটের প্রচলিত চার স্তরের কর কাঠামো বাদ দিয়ে একটি স্তরে নিয়ে আসতে হবে। পাশাপাশি প্রতিটি সিগারেটের ওপর ১০ টাকা সুনির্দিষ্ট করারোপ করতে হবে। এক্ষেত্রে প্রতি ১০ শলাকার প্যাকেটে সুনির্দিষ্ট কর হবে ১০০ টাকা।

এছাড়া বিড়ির ক্ষেত্রে প্রচলিত ৫ স্তর তুলে দিয়ে যেকোনো ধরনের প্রতিটি বিড়ির ওপর ৩ টাকা সুনির্দিষ্ট কর আরোপ করতে হবে। আর জর্দা ও গুলের ক্ষেত্রে প্রতি গ্রামের ওপর ৬ টাকা সুনির্দিষ্ট করারোপ করতে হবে।

সবধরনের তামাকজাত দ্রব্যের ওপর ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ২০ শতাংশ ভ্যাট কার্যকর করতে হবে। স্বাস্থ্য উন্নয়ন চার্জ ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করতে হবে।