ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  • অন্যান্য

সিগারেটে মূল্য ও কর হার বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ । ২৩৩ জন

২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় চার স্তরের সিগারেটেই মূল্য ও কর হার বৃদ্ধি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) জাতীয় সংসদে অর্থমন্ত্রী এ বাজেট প্রস্তাব ঘোষণা করেন।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, নিম্ন স্তরের ১০ শলাকা সিগারেটের দাম মাত্র ৫ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি শলাকায় বৃদ্ধি মাত্র ৫০ পয়সা। নিম্ন স্তরে সম্পূরক শুল্কের হার ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ করা হয়েছে।

এছাড়া মধ্যম স্তরে ১০ শলাকা সিগারেটের মূল্য মাত্র ৩ টাকা বাড়িয়ে ৭০ টাকা এবং উচ্চ স্তরে ৭ টাকা বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে। অন্যদিকে অতিউচ্চ স্তরে ১০ শলাকার মূল্য ১০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে।

মধ্যম, উচ্চ ও অতিউচ্চ স্তরের কর হার ৬৫ শতাংশ থেকে ৬৬ শতাংশে উন্নীত করা হয়েছে।