ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
  • অন্যান্য

সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হলো দেশের ৫ স্কুল

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ । ১৭০ জন

পরিবেশদূষণ রোধে প্রতিটি বিভাগে দুটি করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত (এসইউপি) স্কুল ক্যাম্পাস বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে গ্র্যাজুয়েশন সিরিমনির মাধ্যমে এসইউপিমুক্ত করা হলো ৫টি স্কুলকে। এসইউপিমুক্ত স্কুলগুলো হলো: রংপুর জেলার রংপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জিলা স্কুল, ঢাকা বিভাগের লালমাটিয়া স্কুল এন্ড কলেজ, খুলনা বিভাগের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

দেশের আট বিভাগের যে ১৬টি স্কুলকে এসইউপিমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছিল সেগুলো হচ্ছে: ঢাকা বিভাগের লালমাটিয়া স্কুল এন্ড কলেজ, সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ; চট্টগ্রাম বিভাগের পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ, এবং সেন্ট প্ল্যাসিডস্ স্কুল এন্ড কলেজ; বরিশাল বিভাগের বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরিশাল জিলা স্কুল; ময়মনসিংহ বিভাগের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ জিলা স্কুল।

এছাড়া রংপুর বিভাগের রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জিলা স্কুল; সিলেট বিভাগের হযরত ওমর ফারুক (র:) একাডেমি ও সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়; খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়; রাজশাহী বিভাগের লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রথম আলো ট্রাস্ট পাঠশালা।