ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

সিদ্ধিরগঞ্জে এক ট্রাক নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ । ১১ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ট্রাক নিষিদ্ধ পলিথিনসহ চালক ও হেলপারকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে ফায়ার সার্ভিস এলাকার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— চাঁদপুর জেলার মতলব থানার দক্ষিণ মাসুমা এলাকার ট্রাকচালক মো. এনামুল হক (২৪) এবং চাঁদপুর সদর থানার বড় স্টেশন ক্লাব এলাকার হেলপার মো. মাসুদ (১৯)।

শিমরাইল হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালনকালে চট্টগ্রামগামী একটি ট্রাকে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে ট্রাকটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।