ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
  • অন্যান্য

সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ । ১৫৬ জন

সিলেট, জেলার বালাগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সাজিদ মিয়া (৩৫) উপজেলার মোকবেলপুর গ্রামের বাসিন্দা। গতকাল (২৮ মে) মঙ্গলবার দিনগত রাতে একটার দিকে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে রউয়ার হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বোয়ালজুড় ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের খারমাপুর গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন সাজিদ মিয়া। রাতে বৃষ্টির সময় গ্রামের পাশ্ববর্তী রউয়ার হাওরে মাছ শিকার করতে যান তিনি। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী জানান, নিহত সাজিদ মিয়া পেশায় কৃষক ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে স্ত্রী-সন্তানসহ শ্বশুর বাড়িতে বসবাস করতেন। রাতে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।