ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ । ৩৭ জন

রাস্তা পারাপারের সময় সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের ধাক্কায় হুমায়ুন আহমদ নামে ৫ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বোন মুনতাহা বেগম। তাকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের বান মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন ও আহত মুনতাহা পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁওয়ের আলী আহমেদের ছেলে।

জানা যায়, হুমায়ুন ও তার বোন মুনতাহা বাড়ির পাশের সারীঘাট গোয়াইনঘাট সড়ক পায়ে হেঁটে পার হচ্ছিল। এসময় সাররিঘাট থেকে গোয়াইনঘাট অভিমুখে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন এবং তার বোন মুনতাহাকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, হুমায়ুনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসআই জাহিদুল ইসলাম।