ঢাকাশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

সৌদি আরবে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা চালু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ণ । ৮৪ জন

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়েছে। এতে আবেদনকারীরা আবেদন করতে পারবেন পাঁচ বছর বা ১০ বছর মেয়াদি এবং আবেদন পাওয়ার এক মাসের মধ্যে ই-পাসপোর্ট প্রদান করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লাহ। এছাড়া ঢাকা থেকে ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দূতাবাস মিলনায়তনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী, গণমাধ্যম কর্মী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের বাংলাদেশ ও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন।

তিনি বলেন, আবেদনকারীরা আবেদন করতে পারবেন পাঁচ বছর বা ১০ বছর মেয়াদি এবং আবেদন পাওয়ার এক মাসের মধ্যে ই-পাসপোর্ট প্রদান করা সম্ভব হবে।

পরে ই-পাসপোর্ট নিয়ে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কারিগরি দল।