জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ডেঙ্গুর কারণে এমআরপির অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয় তথা কারসাজি রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ০৭-০৯-২০২৩ ঢাকা মহানগর এলাকায় ৪টি টিম অভিযান পরিচালনা করে।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
আজ সারাদেশে ৪০টি টিম কর্তৃক ৫৩টি বাজারে অভিযানের মাধ্যমে ৯২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,৭৪,৫০০ টাকা জরিমানা করা হয়।
তন্মধ্যে শুধু ডেঙ্গুর কারণে এমআরপি অপেক্ষা অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয় ও স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রয় না করায় ঢাকা মহানগরীতে ৩টি টিম কর্তৃক ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০,০০০ টাকা এবং রাজশাহী জেলায় ১টি টিম কর্তৃক ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০,০০০ টাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৮টি টিম কর্তৃক ১৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,১৯,৫০০ টাকা জরিমানা করা হয়।