বৃহস্পতিবার রাতে হন্ডুরাসের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সারা। এর প্রভাবে মধ্য আমেরিকার দেশগুলো ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মায়ামিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাবো গ্রাসিয়াস আ দিওস থেকে ১৬৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমের স্থলভাগে আঘাত হানে সারা। ব্রুস লেগুনার কাছের ওই অঞ্চলটিতে প্রায় ১৩ হাজার লোকের বসবাস। এছাড়া আশপাশের আরও কয়েকটি জনপদে ঝড়ের প্রভাব পড়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, রবিবার হন্ডুরাস উপকূলের পর্যটন কেন্দ্র রোয়াতানের ওপর দিয়ে বয়ে যাবে সারা। এরপর ঝড়টি উত্তর-পশ্চিম দিকে বেলিজ ও ইউকাটান উপদ্বীপের দিকে অগ্রসর হবে।
তবে আগেই হন্ডুরাস উপকূলে আঘাত হানায় দেশের নাগরিকদের সতর্ক করে মেক্সিকোর কর্তৃপক্ষ বলেছে, এর প্রভাবে ইউকাতান উপদ্বীপে প্রবল বর্ষণ হতে পারে।
ভারী বৃষ্টিপাতের কারণে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে কর্তৃপক্ষ।