ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৪ ৮:৫২ পূর্বাহ্ণ । ৫৩ জন

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে এক রোগীকে অক্সিজেন দিতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান, কলেজের অধ্যক্ষ অধ্যাপক এএফএম নুরউল্লাহ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ নাদির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্মচারীদের দিয়ে রোগীদের দ্রুত বের করে আনা হয়। তবে ক্ষয়ক্ষতি খবর এখনো জানা যায়নি।

একই ইউনিটে ৮নং বেডে ভর্তিকৃত রোগী শহিদুল ইসলামের স্ত্রী মোস্তারিনা জানান, ৯নং বেডে অক্সিজেন দেয়ার সময় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

১০ নং বেডের রোগী ইয়াসমিন আরার স্বামী ফেরদৌস আলম জানান, আগুনের ঝাঁঝ আমার স্ত্রীর উপরে এসে পড়ে। তাৎক্ষণিক তাকে বের করে আনা হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক অমিরুল ইসলাম জানান, অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হাসপাতালে কর্মচারীরা তাৎক্ষণিক ভাবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান জানান, এ হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়ালাইসিস চলমান অবস্থায় রয়েছে। রাত ৮টার সময় এক রোগীকে অক্সিজেন দিতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আমাদের কর্মচারীরা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ওয়ার্ডে ১২টি বেডের মধ্যে ৫ জন রোগী ছিল। সকলেই নিরাপদে আছেন। তবে বাবলী নামে এক আয়া হাতে দগ্ধ হয়েছে। ওই ইউনিট ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে ইতোমধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে লোয়ার মেশিন দিয়ে ধোয়া বের করে ফেলে। একটি অক্সিজেন সিলিন্ডার, ডায়ালাইসিস মেশিন ও একটি বেডের ক্ষতি হয়।

ঘটনার পরপরই অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।